আকাশ ফুরিয়ে যায়

ফাতেমা ফেরদৌস নীপা | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

সেদিন আমি হাতের দোলায় দেখেছি
কেমন মেঘের রেখা ভেদ করে
ভাগ্যের দেশে যাওয়া যায়।

এইতো সেদিন গেল যুগ
সূর্যকে ধূসর শালে মুড়িয়ে যেদিন
ভোর নেমে এল আমাদের দেশে,
ঐ যে নদী তীরে দাঁড়িয়ে সেদিন তুমি
কুয়াশা দেখ নাম কি নদীর?

ডাকাতিয়া! অমন নাম কেন
সে কি পিছু ফিরে তবে ডেকে চলে?
আচ্ছা তার কি সবুজ কলম আছে
তুমি এত সবুজ আঁক!

ফিসফিস করে হাওয়া তোমায় কি বলে?
তবে কি হাওয়ায় ঘুড়ি উড়াও
কি রঙ তার?
এই, তোমার মনের ভেতর এত যুদ্ধ চলে
যুদ্ধ করতে করতে তুমি একদিন ক্লান্ত হয়ে যাবে।

এত কি ভাব তুমি?
ভাবতে ভাবতে একদিন আকাশ ফুরিয়ে যাবে জান?
সব নীল বেদনা হয়ে যাবে
আমরা হারিয়ে যাব দূরে সেই দূরে,
যেখানে নদী নেই
যেখানে ভালোবাসা নেই।

পূর্ববর্তী নিবন্ধশিশুর চিন্তাশক্তি বিকাশে…
পরবর্তী নিবন্ধলোকসাহিত্য গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী