আকাশ ছোঁয়ার গল্প

আশফাকুর রহমান বিপ্লব | শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

এমন কেন হয় রে

আগলে রাখা সুতোয়

পুড়ে মোমের বাতি

আলো ছড়ায় হায় রে।

মনটা কেন বন্য রে

সত্য যখন মিথ্যা ঢাকে

তুচ্ছ ভাবে অন্য রে।

মনটা কেন অন্ধ

নিজকে চিনো

নিজকে জানো

চোখ টা করে বন্ধ।

এসব কথা জানি

কিন্তু কজন মানি।

এমন যদি হয় তো

সুতাবিহীন ঘুড়ি হয়ে

আকাশ ছোঁয়া যায় তো।

পূর্ববর্তী নিবন্ধপড়ালেখার পাশাপাশি চাই শরীরচর্চা
পরবর্তী নিবন্ধ‘ই-পারিবারিক আদালত’ অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী পদক্ষেপ