আকরামুজ্জামান খানের ইন্তেকাল ও দাফন সম্পন্ন

| মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত বদরুল হক খানের চতুর্থ পুত্র মো. আকরামুজ্জামান খান (৭৪) গত গত ১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহে….রাজেউন)। তিনি স্ত্রী ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

একই দিন বাদ মাগরিব কর্ণফুলীর বড়উঠান মৌলভী বাড়ি মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য,তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রবাসী হিসেবে একটি বীমা কেম্পানিতে এমডি পদে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশইনল্যান্ড কনেটেইনার এসাসিয়েশন (বিকডার)’র প্রেসিডেন্ট নুরুল কাইয়ুম খানের চাচা।

পূর্ববর্তী নিবন্ধভারতকেই শান্তিরক্ষা বাহিনীর সহায়তা নেওয়ার কথা বললেন আসিফ মাহমুদ
পরবর্তী নিবন্ধরাউজানে গৃহবধূর ঝুলন্ত লাশ