আকবরের সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ ইমার্জিং দল

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৯:০৮ পূর্বাহ্ণ

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ইমার্জিং দল। কিন্তু গতকাল বুধবার তাদের হারতে হলো দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে। গতকাল জিততে পারলেই সিরিজ নিশ্চিত হতো আকবর আলির দলের। তবে তা করতে পারেনি স্বাগতিকরা। আকবরের দুর্দান্ত সেঞ্চুরির পরও ১০ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তাতে তিন ম্যাচ সিরিজে ১১ এ সমতা বিরাজ করছে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৩২২ রানে থামে বাংলাদেশ ইমার্জিং দল। একশর আগেই তিন উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখান আকবর আলি। গত ম্যাচের মতোই তিনি উইকেটে এসে ব্যাটিংয়ের দিক পরিবর্তন করেন। দ্রুত রান তোলার সঙ্গে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন। পেয়েছেন তিন অঙ্কের দেখাও। ১১০ বলে ১৩১ রান এসেছে তার ব্যাট থেকে। আকবর আউট হওয়ার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্লাব কাপ রাগবি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে চাঁন্দগাও স্পোর্টিং ক্লাব
পরবর্তী নিবন্ধস্বর্ণার ঝড়ো ফিফটিতে বাংলাদেশের শুভ সূচনা