আকবরশাহে চার বছরের শিশু অপহরণ, ৩৬ ঘণ্টায় উদ্ধার

নোয়াখালী থেকে গ্রেপ্তার অপহরণকারী

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ২:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় চার বছরের এক শিশুকে অপহরণের ৩৬ ঘণ্টার মাথায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজাদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আকবরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

পুলিশ ও মামলা সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিশ্বকলোনী কাঁচাবাজার এলাকার নিজের ভাড়া বাসার সামনে খেলতে বের হয় চার বছরের ওই শিশু। দীর্ঘসময় না ফেরায় তার বাবা মো. আবু সায়েদ আশপাশে খোঁজাখুঁজি করেও সন্তানের সন্ধান পাননি। পরে তিনি আকবরশাহ থানায় নিখোঁজ ডায়েরি (জিডি নং–৪১৬) করেন।

জিডির পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখে, এক ব্যক্তি শিশুটিকে কোলে করে নিয়ে যাচ্ছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ ওই ব্যক্তিকে আজাদ হিসেবে শনাক্ত করে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আজাদ শিশুটিকে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানা এলাকায় নিয়ে গেছে।

এরপর আকবরশাহ থানা ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নোয়াখালীতে অভিযান চালায়। ৯ ডিসেম্বর গভীর রাতে মাইজদি কোর্টের বিপরীত পাশে ওয়াল্টন শোরুমের সামনে সড়ক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সেখান থেকেই আজাদকে গ্রেপ্তার করে পুলিশ।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ স্বীকার করেছেন যে, তিনি চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে অপহরণ করেন এবং নোয়াখালীতে নিয়ে গিয়ে বিক্রি করার পরিকল্পনা ছিল।

শিশুটির বাবা বাদী হয়ে আকবরশাহ থানায় মামলা করেছেন। পুলিশ গ্রেপ্তার আজাদকে আদালতে পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ার লোকালয়ে ‘হিমালয়ান গৃধিনী’ শকুন উদ্ধার