নগরীর আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ এলাকার ত্রাস যুবলীগের ক্যাডার মো. তারেক আকবর (২৫) এবং তার আপন ছোট ভাই যুবলীগের তানভীরুল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই ভাই শাপলা আবাসিক মডেল পল্লীর নবাব মিয়ার বাড়ির মৃত নুরুল ইসলাম প্রকাশ নবাব মিয়ার ছেলে।
গত মঙ্গলবার আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে শাপলা আবাসিক মডেল পল্লীর আবুল হোসেনের জায়গার বাউন্ডারির ভেতরে পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে ১১ মামলার পলাতক আসামি এলাকার শীর্ষ সন্ত্রাসী যুবলীগ ক্যাডার মো. তারেক আকবর এবং তার ছোট ভাই যুবলীগের তানভীরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।











