নগরীর আকবরশাহ থানাধীন ইস্পাহানি ১নং রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এমরান হোসেন সজিব (২২) নামের এক অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব–৭।
গ্রেপ্তার সজীব নোয়াখালী জেলার কবিরহাট দক্ষিণ জগদানন্দ গ্রামের সিহাব উদ্দিন সেলিমের পুত্র। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। অপহরণকারীর দেয়া তথ্য মতে কুমিল্লা পদুয়া বাজারে অপহৃত ব্যবসায়ী আমজাদ হোসেনকে উত্তর কাট্টলী এলাকা থেকে উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, পুরাতন টায়ার ব্যবসায়ী আমজাদ হোসেন কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পুরাতন টায়ার কিনতে গেলে তাকে অপহরণ করে আসামি এমরান হোসেন সজিবসহ তিন অপহরণকারী। এরপর তারা আমজাদ হোসেনের বাবাকে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করেন। ছেলেকে বাঁচানোর জন্য বাবা তাদের দেয়া শর্তে রাজি হয়ে ঐদিন দুপুরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। আসামিরা এক পর্যায়ে আমজাদ হোসেনের বাবাকে আকবরশাহ্ থানাধীন ইস্পাহানি ১নং রেলগেট সংলগ্ন স্পিড ট্রেক (প্রা.) লিমিটেড সিএনজি পাম্পের বিপরীত পাশে রাত সাড়ে ১০ টায় পাঁচ লাখ টাকা নিয়ে একা আসতে বলেন। আমজাদ হোসেনের বাবা বিষয়টি র্যাবকে অবহিত করেন। টাকা নিতে আসলে র্যাব সদস্যরা সেখানে এমরান হোসেনকে গ্রেপ্তার করেন।
র্যাবের জিজ্ঞাসাবাদে এমরান হোসেন জানায়, অল্প কিছু দূরেই অপহরণকারী দলের অন্য সদস্যরা অপহৃত আমজাদকে নিয়ে একটি গাড়িতে অপেক্ষা করছে। র্যাবের সাঁড়াশি অভিযানের প্রেক্ষিতে অপহরণকারীরা আমজাদ হোসেনকে উত্তর কাট্টলী ডিটি রোডস্থ মেসার্স বাগদাদ ফার্নিচার হাউসের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর র্যাব সদস্যরা তাকে উদ্ধার করেন।