নগরীর আকবর শাহ থানা এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ৮টার দিকে আকবর শাহ থানাধীন ঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামান। তিনি জানান, গ্রেপ্তার নুরুর বিরুদ্ধে সরকারি পাহাড় কেটে প্লট তৈরি করে বিক্রি, অপহরণ, মাদকের আসর ও মাদক ব্যবসা, জুয়ার আসর বসানো এবং ডাকাতিসহ ৩১টি মামলা রয়েছে। স্থানীয়দের কাছে সে ঝিল এলাকার ‘ডন’ হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, সন্ত্রাসী নুরু ১ নম্বর ঝিল এলাকার অঘোষিত ‘ডন’। স্থানীয় সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিমের ছত্রছায়ায় সে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ অসংখ্য অপরাধের মূলহোতা। ১ নম্বর ঝিল এলাকার পাহাড়ের ওপর আস্তানা গড়ে দলবল নিয়ে থাকেন তিনি।