চিটাগাং কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক (২০২২-২০২৪) নির্বাচনে আকতার-বাচ্চু-বিলু নেতৃত্বাধীন সমমনা পরিষদ বিজয়ী হয়েছে। নির্বাচনে ২৯টি পদের মধ্যে ২৬টিতে সমমনা পরিষদ এবং বাকি ৩টি পদে জয়ী হয়েছে সম্মিলিত-সমমনা ঐক্যজোট। গতকাল সকাল সাড়ে সাতটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শরীফ। ফলাফলে দেখা যায়, সায়েদুজ্জামান-সাজ্জাদ-আজিম নেতৃত্বাধীন সম্মিলিত-সমমনা ঐক্যজোটের ২য় সহ-সভাপতি প্রার্থী নুরুল আবছার, অর্থ সম্পাদক প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন এবং নির্বাহী সদস্য প্রার্থী আবু সালেহ ছাড়া বাকি সব পদে নিরষ্কুশ বিজয় লাভ করেন সমমনা পরিষদের প্রার্থীরা।
জানা গেছে, নির্বাচনে সমমনা পরিষদের সভাপতি প্রার্থী একেএম আকতার হোসেন পেয়েছেন ১ হাজার ২৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সম্মিলিত-সমমনা ঐক্যজোট প্রার্থী সায়েদুজ্জামান খান পেয়েছেন ৬১৮ ভোট। এছাড়া সমমনার সাধারণ সম্পাদক পদে কাজী মাহমুদ ইমাম বিলু ১ হাজার ৮৯ ভোট পেয়েছেন। এছাড়া সম্মিলিত-সমমনা ঐক্যজোটের সাধারণ সম্পাদক প্রার্থী খন্দকার লতিফুর রহমান আজিম পেয়েছেন ৮০৫ ভোট। প্রথম সহ-সভাপতি পদে ১ হাজার ৪২০ ভোট পেয়ে মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ২য় সহ-সভাপতি পদে ৯৯২ ভোটে নুরুল আবছার, ৩য় সহ-সভাপতি পদে ১ হাজার ১০১ ভোটে মো. ফরহান-এ-আলম খান নির্বাচিত হন। এছাড়া ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ হাজার ১২৭ ভোটে মো. গোলাম রব্বানী রিগ্যান, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯৬৮ ভোট পেয়ে মো. উবায়দুল হক আলমগীর বিজয়ী হয়েছেন।
অপরদিকে অর্থ সম্পাদক পদে ৯৭৮ ভোট পেয়ে মোহাম্মদ সাইফুদ্দীন, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে ১ হাজার ৬৭ ভোট পেয়ে আশরাফুল হক খান স্বপন, কাস্টমস বিষয়ক প্রথম সহ-সম্পাদক পদে ১ হাজার ৩৩ ভোট পেয়ে আবদুল মতিন, কাস্টমস বিষয়ক ২য় সহ-সম্পাদক পদে ১ হাজার ১৮৪ ভোটে মো. সাইফ উদ্দীন সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। এছাড়া বন্দর বিষয়ক সম্পাদক পদে ১ হাজার ২ ভোট পেয়ে মো. লিয়াকত আলী হাওলাদার, বন্দর বিষয়ক ১ম সহ-সম্পাদক পদে ৯৩৫ ভোটে আমিনুল হক, ২য় সহ-সম্পাদক পদে ১ হাজার ২২০ ভোট পেয়ে মো. হাছান মুরাদ জয়ী হন। অন্যদিকে প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক পদে ১ হাজার ২২৩ ভোটে মো. ওমর ফারুক, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে ৯৫৭ ভোট পেয়ে মো. জয়নুল আবেদীন রানা ও সংস্কৃতি, শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১ হাজার ৩০ ভোট পেয়ে শিহাব চৌধুরী বিপ্লব বিজয়ী হন।
অপরদিকে নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন মো. মনিরুল ইসলাম, মো. আলা উদ্দীন আল আজাদ, মো. আবুল খায়ের, মো. আবদুল মান্নান, মো. জামাল উদ্দীন, পার্থ প্রতীম বড়ুয়া জয়, মো. নিজাম উদ্দীন মঞ্জু, মো. আবদুল মান্নান পাটোয়ারী, মো. নুরুন্নবী রিপন, মো. ফোরকান এবং আলিমুল মোস্তফা চৌধুরী মিনহাজ।
উল্লেখ্য, এবারের নির্বাচনে দুইটি প্যানেল তথা ‘সমমনা পরিষদ মনোনীয় আকতার-বাচ্চু-বিলু প্যানেল এবং ‘সম্মিলিত-সমমনা ঐক্যজোট মনোনীত সায়েদুজ্জামান-সাজ্জাদ-আজিম পরিষদের মধ্যে ২৯টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া নির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন একজন। নির্বাচনে ২ হাজার ৪৮৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ হাজার ৯৩১ জন।