আকতার-বাচ্চু-বিলু প্যানেল এগিয়ে

কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৭:১৩ পূর্বাহ্ণ

চিটাগাং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২২-২০২৪) সমমনা পরিষদ মনোনীত আকতার-বাচ্চু-বিলু প্যানেল এগিয়ে আছে। গতকাল সকাল ৯টা থেকে ১০ মিনিট বাড়িয়ে বিকেল ৫টা ১০ পর্যন্ত নগরীর লালখান বাজারে লেডিস ক্লাবে ভোট গ্রহণ করা হয়। রাত ২টা ২০ মিনিট পর্যন্ত ১ হাজার ২৭৫ পর্যন্ত গণনা সম্পন্ন হয়। সেখানে দেখা গেছে, সমমনা পরিষদের সভাপতি প্রার্থী একেএম আকতার হোসেন পেয়েছেন ৮৫৭ ভোট, সম্মিলিত-সমমনা ঐক্যজোটের সভাপতি প্রার্থী মো. সায়েদুজ্জামান খান পেয়েছেন ৩৯৫ ভোট, সমমনা পরিষদের প্রথম সহ-সভাপতি প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু পেয়েছেন ৯৬১ ভোট, প্রতিদ্বন্দ্বী সম্মিলিত-সমমনা ঐক্যজোটের প্রথম সহ-সভাপতি প্রার্থী মো. সাজ্জাদ হোসাইন ৫০৬ ভোট পেয়েছেন। এ ছাড়া সমমনা পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী কাজী মাহমুদ ইমাম বিলু পেয়েছেন ৭২৪ ভোট এবং সম্মিলিত-সমমনা ঐক্যজোটের সাধারণ সম্পাদক প্রার্থী খন্দকার লতিফুর রহমান আজিম পেয়েছেন ৫২৬ ভোট।
সমমনা পরিষদের অন্যান্য প্রার্থীরা হলেন, ২য় সহ সভাপতি পদপ্রাথী মিচ্ছু সাহা, ৩য় সহ-সভাপতি পদপ্রার্থী মো. ফারহান এ আলম খান, ১ম যুগ্ম সাধরণ সম্পাদক পদপ্রার্থী মো. গোলাম রাব্বানি রিগ্যান, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. উবায়দুল হক আলমগীর, অর্থ সম্পাদক পদপ্রার্থী মো. হুমায়ুন কবির পাটওয়ারী, কাস্টমস বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আশরাফুল হক খান স্বপন, কাস্টমস বিষয়ক ১ম সহ সম্পাদক পদপ্রার্থী আবদুল মতিন, কাস্টমস বিষয়ক দ্বিতীয় সহ সম্পাদক পদপ্রার্থী মো. সাইফ উদ্দিন সিদ্দিকী, বন্দর বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মো. লিয়াকত আলী হাওলাদার, বন্দর বিষয়ক ১ম সহ সম্পাদক পদপ্রার্থী আমিনুল হক, বন্দর বিষয়ক ২য় সহ সম্পাদক পদপ্রার্থী মো. হাছান মুরাদ, প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মো. ওমর ফারুক, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মো. জয়নুল আবেদীন রানা, সাংস্কৃতিক, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শিহাব চৌধুরী বিপ্লব। এছাড়া নির্বাহী সদস্য প্রার্থীরা হলেন মো. আবুল খায়ের, মো. জামাল উদ্দিন বাবলু, মো. আবদুল মান্নান সোহেল, মো. ফোরকান, মো. আলাউদ্দিন আল আজাদ, আলিমুল মোস্তফা চৌধুরী মিনহাজ, মোহাম্মদ নিজাম উদ্দিন মঞ্জু, মোহাম্মদ নুরুন্নবী রিপন, মো. আবদুল মান্নান পাটোয়ারি, পার্থ প্রতীম বড়ুয়া জয়, মোহাম্মদ মনিরুল ইসলাম এবং মো. সালাউদ্দিন বাবু।
অপরদিকে সম্মিলিত-সমমনা ঐক্যজোট পরিষদের অন্য প্রার্থীরা হলেন, ২য় সহ সভাপতি পদপ্রাথী মো. নুরুল আবছার, ৩য় সহ-সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব এম নুর মোহাম্মদ, ১ম যুগ্ম সাধরণ সম্পাদক পদপ্রার্থী গোলাম ফারুক ডলার, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. গিয়াস উদ্দিন ভূঞাঁ, অর্থ সম্পাদক পদপ্রার্থী মো. মোহাম্মদ সাইফুদ্দিন, কাস্টমস বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এএসএম রেজাউল করিম, কাস্টমস বিষয়ক ১ম সহ সম্পাদক পদপ্রার্থী মনসুর উল আমিন রিয়াজ, কাস্টমস বিষয়ক ২য় সহ সম্পাদক পদপ্রার্থী মো. সারাফাত উল্লাহ শিপন, বন্দর বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মো. মোর্শেদ আলী, বন্দর বিষয়ক ১ম সহ সম্পাদক পদপ্রার্থী মো. লোকমান হোসেন খন্দকার, বন্দর বিষয়ক ২য় সহ সম্পাদক পদপ্রার্থী মো. তাজুল ইসলাম, প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এম এ আজিজ হাওলাদার, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হাসিউদ্দিন আলম রুমি, সাংস্কৃতিক, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মো. সফিউল আলম খোকন। এছাড়া নির্বাহী সদস্য প্রার্থীরা হলেন মো. আবু সালেহ, মো. আবু তাহের, চিত্ত সাহা, মো. এনামুল করিম বাচ্চু, এস এম ফরিদুল আলম, মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মো. শফিউল আজম খান, মো. মহিবুর রহমান চৌধুরী মিনাল, একরামুল হক মামুন, মো. ওয়ালি ইসলাম, কামরুজ্জামান এবং মোফাজ্জল হোসেন মাহফুজ। অন্যদিকে নির্বাহী সদস্য একমাত্র স্বতন্ত্র প্রার্থী হলেন শংকর সেনগুপ্ত।
উল্লেখ্য, এবারের নির্বাচনে দুইটি প্যানেল তথা ‘সমমনা পরিষদ মনোনীত আকতার-বাচ্চু-বিলু প্যানেল এবং ‘সম্মিলিত-সমমনা ঐক্যজোট মনোনীত সায়েদুজ্জামান-সাজ্জাদ-আজিম পরিষদের মধ্যে ২৯টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া নির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন একজন। নির্বাচনে ২ হাজার ৪৮৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ হাজার ৯৩১ জন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, আহত দুই
পরবর্তী নিবন্ধ২০ বছর পর নগর স্বেচ্ছাসেবক লীগ নতুন কমিটি