শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আওয়ামী লীগ সরকারের পনের বছরে যে উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি। এই উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং সব জায়গায় উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। গত শনিবার মহানগর স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন বাকলিয়া থানার অন্তর্গত ১৭, ১৮, ১৯ ও ৩৫নং ওয়ার্ড সমুহের ত্রি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগের উপ–প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক উম্মে সালমা মুনমুন। সম্মেলনের উদ্বোধন করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি এডভোকেট মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল আলম, মহানগর আওয়ামী লীগের সদস্য আহমেদ ইলিয়াছ, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, বাকলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সিদ্দিক আলম ও মো. ইসহাক, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রুজি, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ ইউনুস কোম্পানী, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী নুর সওদাগর, ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক ফয়েজুল্লা চৌধুরী বাহাদুর, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইফতেখার আলম জাহেদ এবং মো. আনোয়ার খোকন। উপস্থিত ছিলেন সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিস্ত্রি, আজাদ খান অভি, আবদুল্লাহ আল মামুন এবং তোসাদ্দেক নূর চৌধুরী তপু। সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগ বাকলিয়া থানা এবং ১৭, ১৮, ১৯ ও ৩৫নং ওয়ার্ডের পদপ্রত্যাশী নেতৃবৃন্দরা তাদের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিয়ে থাকেন। প্রেস বিজ্ঞপ্তি।