সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সবসময় দুর্গত মানুষের পাশে থাকে। যেখানে দুর্যোগ সেখানেই আওয়ামী লীগ। জনগনের সেবা করাই আওয়ামী লীগের মূলমন্ত্র। সাতকানিয়ায় বন্যার শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নিজেও বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল শনিবার সাতকানিয়া ইটভাটা মালিক সমিতির সৌজন্যে কেঁওচিয়ায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইটভাটা মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওচমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণে বক্তব্য রাখেন মাস্টার মোহাম্মদ ইউনুচ, রিপন দাশ সুজন, দিদারুল আলম, নাছির উদ্দিন, শামসুল আলম, হেলাল উদ্দিন টিপু , আবদুর রাজ্জাক রুবেল।












