আওয়ামী লীগ নেতাকে বিবস্ত্র করে পিটিয়েছে যুবলীগ সভাপতি

১০ দিন পর মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৪:৩০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে আওয়ামী লীগের এক নেতাকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় পেটানোর ঘটনায় উপজেলা যুবলীগ সভাপতি মাইনুর ইসলাম রানাসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ঘটনার ১০ দিন পর হামলার শিকার ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন বাদি হয়ে বুধবার (২৭ জুলাই) রাতে মীরসরাই থানায় মামলাটি দায়ের করেন। তিনি উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা ছাড়াও ইমাম হোসেন শেখ, শাখাওয়াত হোসেন, সাঈদ হোসেন, সাইফুল ইসলাম, মিনহাজ উদ্দিন, আবদুর রউফ, এমজাদ হোসেন আয়েচ, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ও নুরের ছাফাসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, যুবলীগ সভাপতি রানা দীর্ঘদিন ধরে নাছির উদ্দিনকে তাদের ওয়ারিশী সম্পত্তি ক্রয়ের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু নাছির সম্পত্তি বিক্রি করতে রাজি হননি। এর জেরে গত ১৭ জুলাই দুপুরে মাইনুর ইসলাম রানার নেতৃত্বে ১০-১২ জনের উচ্ছৃঙ্খল যুবকের দল হাদি ফকির হাট বাজারে তার পথরোধ করে এবং অতর্কিত মারধর শুরু করে। এক পর্যায়ে তার হাত বেঁধে টেনে হিঁচড়ে বাজারের দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি স’ মিলে নিয়ে যায়। সেখানে তাকে একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে বিবস্ত্র করে ফেলে। তারপর আসামিরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে, পার্শ্ববর্তী এক বাসা থেকে একটি লুঙ্গি এনে পরায়। তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা করতে গেলে রানার রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ মামলা নেয়নি। বাজারে থাকা সিসিটিভি ফুটেজগুলো রানার অনুসারীরা সরিয়ে নিয়েছে। পরে গত রবিবার মীরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দেশে আসলে তার নির্দেশে গত বুধবার রাতে পুলিশ মামলা নেয় বলে জানা গেছে। মীরসরাই থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক রাজিব পোদ্দার জানান, নাছির উদ্দিন বুধবার রাতে মাইনুর ইসলাম রানাসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, এই বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে সকল আইনি পদক্ষেপ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির মামলায় পেকুয়া ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়া-মহেশখালী সড়ক অবরোধ