আওয়ামী কর্মী পরিচয়েই বেশি সম্মানিত হয়েছি : মোশাররফ

উত্তর জেলা আ. লীগের কার্যনির্বাহী সভা

| রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৫১ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, রাজনীতি করে জীবনে মন্ত্রী-এমপি অনেক কিছু হয়েছি। কিন্তু সবচেয়ে বেশি সম্মানিত বোধ করেছি নিজেকে আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে। গতকাল শনিবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উত্তর জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়; সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর জেলা আওয়ামী লীগ সবসময় একটি মডেল সংগঠন ছিল উল্লেখ করে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, তারুণ্যের শক্তি আর প্রবীণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সংগঠন তার ঐতিহ্য ধরে রাখবে। তিনি বলেন, বাংলাদেশ ও আওয়ামী লীগ একে অপরের অবিচ্ছেদ্য অংশ। একটাকে বাদ দিয়ে অন্যটি কল্পনা করা যায় না। বাংলার মানুষের স্বাধিকার ও স্বাধীনতার প্রতিটি আন্দোলন-সংগ্রাম আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। বক্তব্য দেন সহ-সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, মহিউদ্দিন রাশেদ, আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, স্বজন কুমার তালুকদার, নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, মহিউদ্দিন বাবলু, নজরুল ইসলাম তালুকদার ও ইঞ্জিনিয়ার মো. হারুন।
এ সময় উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মিতা এমপি, মাহাবুবুর রহমান রুহেল, আলাউদ্দিন সাবেরী, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মহসীন জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার মেজবাউল আলম, নাজিম উদ্দিন তালুকদার, ডা. সেলিম উদ্দিন, নুর খান, এনায়েত হোসেন নয়ন, ব্যারিস্টার প্রিয়াংকা আহসান, আফতাব খান অমি, ইয়াছিন মাহমুদ, জেবুন্নেছা জেসী, নুরুল আলম চৌধুরী, আবুল বশর, শওকত আলম, বেদারুল আলম চৌধুরী, মো. ইদ্রিচ, দিদারুল আলম বাবুল, ডা. নুর উদ্দিন জাহেদ, মহিউদ্দিন আহমদ মঞ্জু, সেলিম উদ্দিন, আখতার হোসেন খান, রুস্তম আলী, সরোয়ার হাসান জামিল, ফেরদৌস হাসান আরিফ, গোলাম রব্বানী, মো. ইসমাইল, হাসিবুন সুহাদ চৌধুরী, আখতার উদ্দিন পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সিটিকে বাসযোগ্য করে তুলতে চাই : মেয়র
পরবর্তী নিবন্ধশেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন