আওয়ামী লীগের প্রয়াত জননেতারা আমাদের আদর্শ ও চেতনার পথিকৃৎ

বন্দরটিলায় স্মরণ সভায় মাহতাব উদ্দিন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, মরহুম জালাল আহমদ একজন মুক্তিযুদ্ধের সংগঠক, তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মরহুম জহুর আহমদ চৌধুরীর সাথে হালিশহর ও পতেঙ্গা শিল্পাঞ্চলে একনিষ্ঠভাবে কাজ করেন। আওয়ামী লীগের প্রয়াত জননেতারা আমাদের আদর্র্শ ও চেতনার প্রতিকৃৎ। তাদের আদর্শ বর্তমান প্রজন্মকে অনুসরণ করার আহ্বান জানান তিনি।

গত শনিবার বন্দরটিলাস্থ জালাল প্লাজায় তাবাসসুম কনভেনশন হলে প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম জালাল আহমদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবীন আওয়ামী লীগ নেতা মরহুম জালাল আহমদ স্মৃতি পরিষদের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বহী সদস্য ইঞ্জিনিয়ার কামরুল হাসান বুলুর সভাপতিত্বে ও ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এ.এস.এম আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদের মধ্যে এমন অনেক প্রয়াত নেতা ছিলেন যারা তৃণমূল স্তরে দলীয় ভিত্তিকে শক্তিশালী করে গেছেন। তাদেরই একজন ছিলেন চট্টল শার্দুল এম.এ আজিজের ঘনিষ্ঠ সহচর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রোটারিয়ান হাজী মো. ইলিয়াছের পিতা মরহুম জালাল আহমদ। তারাই আমাদের মহান পূর্বসূরি। তাদের পথ ধরেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, রোটারিয়ান হাজী মো. ইলিয়াছ, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ.এস.এম ইসলাম, ইপিজেড থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজম, কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, নুরুল আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহনুর বেগম, মো. জানে আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা