আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার হবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহ–সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সাগরিকা স্কয়ারে মাঠে সুবিধাবঞ্চিত জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সব ষড়যন্ত্র মোকাবেলা করে নিরঙ্কুশ বিজয় লাভ করবে। যুবলীগ নেতা এমরান হোসাইনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা যুবায়ের হোসেন অভির সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহমেদ খোকন, ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন এম শওকত আলী, এসিএম লুৎফুল হক খুশি, সেকান্দর আজম, মঞ্জুর হক, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আব্দুল্লাহ্, মোঃ ইসমাঈল, কাজী আরিফ, সাজ্জাদ আলী জুয়েল, মোঃ শরীফ, মোঃ সাজিবুল ইসলাম সজিব, দিদারুল আলম, সাইফুল হাবিব, কায়সার আলম, মনিরুল হক, হোসেন আহমদ কিরণ, নুরুল আজিম বাবুল, রমজান আলী, আবু নাছের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পী, আমির হোসেন জুয়েল, টিপু খান, মনির হোসেন, তানভীর বিন হাসান, রতন কান্তি দাশ, মোঃ দিদার, মোঃ মুছা, মোঃ বাপ্পী, মোঃ মাকসুদুর রহমান, মোঃ সোহেল, মোঃ মাসুম, আব্দুল মোমেন রাজু, আলাউদ্দিন সোহেল, হৃদয় কুমার দাশ, আব্দুলাহ্ আল মামুন, মাঈনুদ্দিন রাজু, জালাল উদ্দিন প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, দেশরত্ন শেখ হাসিনা এখন শুধুমাত্র দেশের নেতা নন, নেতৃত্বগুণে তিনি এখন বিশ্বনেতায় পরিণত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালনোপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। সহ সভাপতি আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। গতকাল বিকেলে দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, এড. ফখরুদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম তালুকদার, এড. এম এ নাসের চৌধুরী, মো. মহিউদ্দিন, জাফর আহমদ, নাজিম উদ্দিন তালুকদার, আ স ম ইয়াছিন মাহমুদ, ফোরকান উদ্দিন আহমেদ, গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, বখতেয়ার সাঈদ ইরান, দিলোয়ারা ইউসুফ, এড. বাসন্তী প্রভা পালিত, সাদাত আনোয়ার সাদী, এরাদুল হক ভুট্টো, নাছির উদ্দিন রিয়াজ প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, বিশ্বের উল্লেখযোগ্য কয়েকজন নেতার মধ্যেও একজন। গতকাল শুক্রবার আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন, এস এম আবুল কালাম, এড. মুজিবুল হক, মোহাম্মদ নাসির, মোসলেহ উদ্দিন মনসুর, এড. মির্জা কছির উদ্দিন, মোস্তাক আহমদ আঙ্গুর, হায়দার আলী রনি, খোরশেদ আলম, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, গোলাম ফারুক ডলার প্রমুখ।
চন্দনাইশ এমপি নজরুল : চন্দনাইশ প্রতিনিধি জানান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীর উদ্যোগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। গতকাল শুক্রবার কাঞ্চননগরস্থ এমপির বাসভবনে কেক কাটার পর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, সহ–সভাপতি মাস্টার আহসান ফারুক, বলরাম চক্রবর্ত্তী, আবদুল মালেক রানা, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, ফেরদৌসুল ইসলাম খান, মোজাম্মেল হক, নবাব আলী, মো. তৌহিদুল আলম, এএসএম মুছা তছলিম, মারজাদুল ইসলাম চৌধুরী আরমানসহ এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এম এ লতিফ এমপি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর নগরীর বন্দরটিলা হযরত আলী শাহ (রাঃ) মসজিদে সংসদ সদস্য এম.এ. লতিফের উদ্যোগে দোয়া–মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলনা রোকুন উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে চসিকের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সদস্য নেছার মিয়া আজিজ, ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, নজরুল ইসলাম মিন্টু, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ–সভাপতি ওয়াহিদুল আলম মাস্টার, ৪০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, ৪১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম, লৎফুল এহসানসহ আওয়ামী লীগ, যুগলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আরো দীর্ঘজীবন লাভ করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে হবে। তিনি বেঁচে থাকলে এদেশের মানুষ নিরাপদে এবং শান্তিতে থাকবে। তিনি শুক্রবার উপজেলা আ.লীগের সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন, মহিউদ্দিন চৌধুরী খোকা, রশিদ আহমদ চৌধুরী, আ.ন.ম শাহাদত আলম, মুজিবুল হক চৌধুরী, এডভোকেট তোফাইল বিন হোছাইন, জসীম উদ্দিন হায়দার, কায়েশ সরওয়ার সুমন, ইবনে আমিন, রওকাতুন নুর চৌধুরী প্রিয়তা, মোস্তাক আলী চৌধুরী টিপ, আকতার হোসেন, জাহেদ আকবর জেবু, নুরুল আকতার তালুকদার, এম.এম মালেক মানিক প্রমুখ।
দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন অনুষ্ঠান আন্দরকিল্লাস্থ সংগঠনের কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নুরীমন আক্তার, জীবন আরা বেগম, বিবি জয়নাব, কোহিনুর আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও ৭৭তম জন্মদিনের কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ।
ওয়াসিকা আয়শা খান এমপি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপির পক্ষ থেকে চট্টগ্রাম জেলার আনোয়ারা ও লোহাগাড়া উপজেলার ১৬টি বিদ্যালয় ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এক শুভেচ্ছা বার্তায় ওয়াসিকা আয়শা খান বলেন, ১৯৮১ সালে বেদনাবিধুর ও ভয়ংকর পরিস্থিতিতে নিজের দুই সন্তানকে ভিনদেশে রেখে জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ে একা বাংলাদেশে ফেরার বজ্রকঠিন সিদ্ধান্ত নেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। মৃত্যু ভয়কে উপেক্ষা করে নানা চড়াই–উৎরাই পেরিয়ে আজ উন্নত বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনা অবিকল্প। উল্লেখ্য, চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলাধীন খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়, আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসাসহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসকল গাছের চারা বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ : বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে শিশু উৎসব উপলক্ষে চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা গতকাল সংগঠনের সেলিম রনির সভাপতিত্বে সরকারি আশেকানের আউলিয়া কলেজ ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা ভিপি আবু সাদাত মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় নয়ার হাট অনন্যা স্কয়ারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চসিকের সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মইনুদ্দিন, মোহাম্মদ ফেরদৌস, আবদুস শাকুর ফারুকী, শামীম আরা খানম, ড. মোজাহেরুল আলম, আবদুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন এস এম ইয়াকুব আরি মাস্টার, আবদুল আউয়াল, মোহাম্মদ ইলিয়াছ, মুনছুর আলী, মাষ্টার দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফারুক, সাইফুদ্দিন শান্ত, মোহাম্মদ ইমরান, আবদুল কাদের, শাহাদাতুল ইসলাম বাপ্পি, এমদাদ হোসেন চৌধুরী মুন্না, মোহাম্মদ আকতার হোসেন, গোলাম রাসুল অভি, মোহাম্মদ সোহেল, নেজাম উদ্দিন বাদশা প্রমুখ।