আওয়ামী লীগ সন্ত্রাসীরা যাতে বিএনপিতে ডুকতে না পারে সেদিকে সতর্ক থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া।
সোমবার (১৭ মার্চ) কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলধা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মঈন উদ্দীন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক ওয়াসিমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো:ওসমান।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গফুর মেম্বার, আব্দুল কাদের সুজন, সদস্য আবু তৈয়ব কন্ডাক্টর, আলী আব্বাস,আব্দুর রহমান, আব্দুল কাদের,অলি আহমদ,চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আহমদ মেম্বার,সদস্য সচিব সেলিম খান,শিকলবাহা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের,বড়উঠান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফারুক হোসাইন,চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির উদ্দীন মুন্সী,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো: সেলিম,জসিম উদ্দীন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: ফারুক, সদস্য সচিব দিদারুল আলম, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল মন্নান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহেদুল ইসলাম শামিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির উদ্দীন, যুবদল নেতা শওকত আলী,ফারুক সোবহান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাজান জুয়েল,মো: ইয়াছিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো: ফোরকান,উপজেলা ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন মিশু,রিফাত আহমেদ, যুবদল নেতা জাহিদুর রহমান লিটন, দেওয়ার হোসেন,মো: জাহাঙ্গীর, শহিদ নুর,মহিউদ্দিন খান, ইউনিয়ন ছাত্রদল নেতা লিয়াকত আলী,মোঃ ওসমান, ফাহিম, আবিদ, মহিউদ্দিন,ইমতিয়াজ,আরিফ প্রমুখ।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত করা হয়।