নগরীর টাইগার পাসের নেভি কনভেনশন থেকে গ্রেপ্তার উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পদক ফখরুল আনোয়ারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নগরীর কোতোয়ালী থানা পুলিশ একটি মামলায় ফখরুল আনোয়ারের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকশিনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
গত শনিবার রাতে নেভি কনভেনশন থেকে ফখরুল আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। ফখরুল আনোয়ার ফটিকছড়ির সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনির চাচা।