আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার কারাগারে

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

নগরীর টাইগারপাসে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে পুলিশ ফখরুল আনোয়ারকে কোতোয়ালী থানার একটি মামলায় আদালতে সোপর্দ করে। আদালতের প্রসিকিউশন বিভাগ সূত্র আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছে।

আদালত সূত্র জানায়, গ্রেপ্তার ফখরুল আনোয়ার ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা। তার ভাই রফিকুল আনোয়ার ছিলেন সাবেক সংসদ সদস্য। গত শনিবার রাতে টাইগারপাসের নেভি কনভেনশনে নগরীর সাবেক মেয়র মনজুর আলমের নাতনি সৈয়দা মাহবুবা হোসনে আরার সাথে ফখরুল আনোয়ারের ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ারার বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সনি ও সাবেক সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী উপস্থিত আছেনএমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে গিয়ে জড়ো হন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। পরে ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ ও আটক করে পুলিশে সোপর্দ করেন। পাশাপাশি নজিবুল বশর ও সনিকে পুরো কমিউনিটি সেন্টারে খোঁজা হয়। কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। ভোররাত পর্যন্ত ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে অবস্থান করেন এবং নানা স্লোগান দেন।

পূর্ববর্তী নিবন্ধআলু নিয়ে কৃষকের কপালে ভাঁজ
পরবর্তী নিবন্ধলামায় অস্ত্রের মুখে সাত শ্রমিককে অপহরণ