আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে রাজপথে আছে এবং থাকবে

শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা

| মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, হরতাল ও অবরোধ ডেকে বিএনপিজামাত রাজপথে না থেকে চোরাগুপ্তা হামলা চালিয়ে আগুন সন্ত্রাস শুরু করেছে ।

এরা কোনো গণতান্ত্রিক দল নয়, এরা গণতন্ত্রের শত্রু এরা হত্যাকারীদের দল। এদের বিরুদ্ধে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে ধারণ করে জনগণকে সাথে নিয়ে রাজপথে আছে এবং থাকবে। এদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। তিনি গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাশকতা, নৈরাজ্য ও অরাজকতা বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন বলেছেন, জনগণ থেকে প্রত্যাখাত হয়ে বিএনপিজামাত জিঘাংসা চরিতার্থ করার জন্য প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। এদের বিরুদ্ধে এখন থেকে শুধু রাজপথ নয়, অলিতেগলিতে এমনকি নিভৃত লোকালয়ে গিয়ে আমাদেরকে জনগণকে সাথে নিয়ে দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন,বিএনপিজামাত গণহত্যাকারী গণ দুশমনদের নির্লজ্জ প্রতিনিধি। আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ফিরোজ আহমেদ, রুহুল আমিন তপন, ইকবাল হাসান, ফারুক আহমেদ, গোলাম মো. জোবায়ের। উপস্থিত ছিলেন শফর আলী, শফিক আদনান, সৈয়দ হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, আবুল মনসুর, পেয়ার মোহাম্মদ, হাজী বেলাল আহমদ, স্বপন কুমার মজুমদার, আশীষ কুমার ভট্টাচার্য্য, ফজলে আজিজ বাবুল, মুজিবুল হক পেয়ারু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির আর্টস এন্ড হিউমেনিটিজ অনুষদের সেমিনার
পরবর্তী নিবন্ধশিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করা গেলে স্মার্ট দেশ প্রতিষ্ঠার কাজ সহজ হবে