জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ চিকিৎসা সেবা সপ্তাহ উদযাপন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। গতকাল সকালে এ সেবা সপ্তাহ উদ্বোধন করেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান ও চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার। এসময় চমেক উপাধ্যক্ষ প্রফেসর মো. হাফিজুল ইসলাম, চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমা, শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. একেএম রেজাউল করিমসহ অন্যান্যরা সাথে ছিলেন।
আগামী ১৫ আগস্ট (জাতীয় শোক দিবসের দিন) পর্যন্ত বিশেষ এ সেবা সপ্তাহ চলমান থাকবে। বিশেষ চিকিৎসা সেবা উপলক্ষে হাসপাতালের মূল (পুরনো) ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে বিভিন্ন বিভাগের চিকিৎসা কার্যক্রম চালু করা হয়েছে। যেখানে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা দেবেন। আউটডোরের আদলে হৃদরোগ, শিশু স্বাস্থ্য, গাইনী, সার্জারী, মেডিসিন, ডায়াবেটিস (এন্ডাক্রাইনোলজি) ও শিশু সার্জারী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে চিকিৎসা সেবা দেবেন বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। তিনি বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি এখানে ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং, ডায়াবেটিস পরীক্ষা, গর্ভবতী মায়েদের চেকআপ, প্রসব পরবর্তী সেবা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে কাউন্সিলিং এবং নবজাতক শিশু কিশোরদের জন্মগত ক্রুটি সার্জারীর মাধ্যমে চিকিৎসা বিষয়ক পরামর্শ দেয়া হবে। রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধাও থাকছে এখানে। আরো বেশ কয়টি বিভাগও এখানে চিকিৎসা সেবা দেবে বলে জানান হাসপাতাল পরিচালক।