চট্টগ্রামেও করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নগরীর হাসপাতালগুলোতেও যেন ফিরে এসেছে পুরনো দৃশ্য। যেন ঠাঁই নেই অবস্থা। সংক্রমণের আশঙ্কাজনক এই ঊর্ধ্বগতিতে উৎকণ্ঠা ভর করেছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনে। এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছে করোনা প্রতিরোধে গঠিত চট্টগ্রাম জেলা ও সিটি কর্পোরেশন কমিটি। জেলা প্রশাসকের সভাপতিত্বে আগামী রোববার (২১ মার্চ) জেলা করোনা প্রতিরোধ কমিটির এবং চসিক মেয়রের সভাপতিত্বে আগামী বৃহস্পতিবার (২৫ মার্চ) সিটি কর্পোরেশন করোনা প্রতিরোধ কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জরুরি বৈঠক আহ্বানের তথ্য নিশ্চিত করেছেন। করোনা সংক্রমণের সার্বিক বিষয় পর্যালোচনা করে বৈঠকে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন এই দুই কর্মকর্তা। উল্লেখ্য, জেলা প্রশাসক জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি। জেলা সিভিল সার্জন এই কমিটির সদস্য সচিব। আর সিটি কর্পোরেশন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি চসিক মেয়র। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এই কমিটির সদস্য সচিব। এদিকে, সংক্রমণের আশঙ্কাজনক ঊর্ধ্বগতিতে উৎকণ্ঠা প্রকাশ করে জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামের সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. সেখ ফজলে রাব্বির স্বাক্ষরে গতকাল (বৃহস্পতিবার) এ চিঠি দেয়া হয়েছে। কমিউনিটি সেন্টার, হোটেল, রেস্তোরাঁ ও পর্যটন কেন্দ্রে স্বাস্থ্যবিধি প্রতিপালনে কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
সিভিল সার্জনের চিঠিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ হার এবং মৃত্যুর হার আগের তুলনায় আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কমিউনিটি সেন্টার, হোটেল, রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটছে। তাঁদের মধ্যে স্বাস্থ্যবিধি প্রতিপালনের ক্ষেত্রে উদাসীনতা ও শৈথিল্যভাব পরিলক্ষিত হচ্ছে। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার রোধে এসব স্থানে আগত জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসককে অনুরোধ করেছেন সিভিল সার্জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। তবে সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন আগে থেকেই বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। জেলা প্রশাসক গতকাল রাতে আজাদীকে বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালনে মহানগর এলাকায় গত কয়েকদিন ধরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে প্রথম দিকে আমরা মূলত জনসাধারণকে সচেতন করার চেষ্টা করছি। সচেতনতা সৃষ্টিতে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। এছাড়া কমিউনিটি সেন্টার, হোটেল রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের এরইমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, আমরা ইতোমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছি। আউটডোরে কোনো অনুষ্ঠান করা যাবে না। ইনডোরে করা যাবে। তাও সীমিত আকারে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে। এ সিদ্ধান্ত এখন (গতকাল রাত) থেকেই কার্যকর বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। জেলা প্রশাসক বলেন, ২১ মার্চ (রোববার) আমরা জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে বসবো। বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত আসতে পারে।
অন্যদিকে, ২৫ মার্চ সিটি কর্পোরেশন করোনা প্রতিরোধ কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে জানিয়ে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও চসিক করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে বলেন, মেয়র মহোদয়ের সভাপতিত্বে ২৫ মার্চ বেলা সাড়ে এগারটায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী করণীয় নির্ধারণের পাশাপাশি এ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হবে।
সংক্রমণের ঊর্ধ্বগতিতে আশঙ্কা প্রকাশ করে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আগে করোনা নিয়ে মানুষের মনে ভয় ছিল। কিন্তু এখন ভয়-ডর কিছুই যেন নেই। মানুষ সচেতন হচ্ছে না। বিয়ে, উৎসব, মেজবান, সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় অনুষ্ঠানসহ সব ধরণের অনুষ্ঠান যেন বেড়ে গেছে। কোনো অনুষ্ঠানই বাদ নেই। এসব অনুষ্ঠানে লোকসমাগমও প্রচুর। কেউ স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক পরতেও অনীহা লক্ষ্যণীয়। এসবের কারণে সংক্রমণ আবার আশঙ্কাজনক হারে বাড়ছে। তবে সংক্রমণের লাগাম টেনে ধরতে হলে মানুষকে নিজ থেকে সচেতন হওয়ার বিকল্প নেই বলে মনে করেন সিভিল সার্জন।