আউট সোর্সিং প্রক্রিয়ায় বেতন কাঠামো নির্ধারণ বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট

ডিএপি সার কারখানা

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারা ডিএপি সার কারখানার অস্থায়ী শ্রমিকদের নিয়োগ বাস্তবায়ন ও আউট সোর্সিং প্রক্রিয়ায় বেতন কাঠামো নির্ধারণ বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করেছে শ্রমিককর্মচারীরা। গতকাল বুধবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত সার কারখানার প্রধান গেইটে শ্রমিকরা মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করেন। এছাড়া কারখানার অভ্যন্তরে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেন।

আন্দোলনকারী শ্রমিকদের দাবি, ডিএপি সার কারখানার ২০০৯ সালের ৩৫তম বোর্ড সভা ও ২০১৬ সালের ১১৭তম বোর্ড সভায় কারখানার ১৯৬ জন ক্যাজুয়াল শ্রমিককর্মচারীর দৈনিক ভিত্তিতে নিয়োগ বাস্তবায়ন প্রতিবেদন কার্যকরী ও আউট সোর্সিং প্রক্রিয়ার বেতন কাঠামো নির্ধারণ বন্ধ করার দাবিতে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। অবস্থান ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, শ্রমিক নেতা শাহজালাল চৌধুরী, আরিফ হোসেন, নাসির খান ও মোহাম্মদ জাবের। অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, উৎপাদনমুখী প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়া বাস্তবায়ন করলে শ্রমিকদের বেতন কমে যাওয়াসহ নানান সুবিধা থেকে বঞ্চিত হবে। এছাড়া কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএপিএফসিএল বিভিন্ন নিয়োগ বাণিজ্য করে অনভিজ্ঞ অযোগ্য লোককে নিয়োগ কমিটির প্রধান করে ক্যাজুয়াল শ্রমিকদের উপর অন্যায় অবিচার করে আসছে দীর্ঘদিন ধরে। বর্তমানে নতুন করে আউটসোর্সিং নামে বেতন কমানোর পাঁয়তারা শুরু করে শ্রমিকদের পেটে লাথি মারার চিন্তা ভাবনা করছে কর্তৃপক্ষ। এই আউট সোর্সিং প্রক্রিয়ায় বেতন কাঠামো নির্ধারণ বন্ধ করতে হবে। আউট সোর্সিং প্রক্রিয়া বন্ধ না করলে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসংগ্রাম ছাড়া শ্রমিক শ্রেণীর মুক্তি নেই
পরবর্তী নিবন্ধজ্ঞানের আলো ছড়িয়ে সমাদৃত হয়েছেন আল্লামা হাশেমী