আইসিসির সেরা অলরাউন্ড পারফরম্যান্সে মোমিনুল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:৩৪ পূর্বাহ্ণ

আইসিসি কর্তৃক দারুণ এক স্বীকৃতি পেলেন মোমিনুল হক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি দ্বিতীয় চক্র শেষ হতে আরো বছরখানেক বাকি থাকলেও আইসিসি সেরা অলরাউন্ড পারফরম্যান্সের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন চক্রের অন্তর্ভুক্ত যতগুলো ম্যাচ হয়েছে, সেগুলোর আলোকে সাড়া জাগানো অলরাউন্ড পারফরম্যান্সের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

সোমবার প্রকাশিত পাঁচজনের তালিকায় আছেন ভারতের রবীন্দ্র জাদেজা-শার্দুল ঠাকুর, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ আর বাংলাদেশের মোমিনুল হক।

পূর্ববর্তী নিবন্ধমোহামেডান ব্লুজের দ্বিতীয় সেবানিকেতনের প্রথম জয়
পরবর্তী নিবন্ধআবাহনী-মোহনবাগান মুখোমুখি আজ