আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা রিজওয়ান-হারমনপ্রীত

| মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্থানেও আছেন তিনি। এবার আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিজওয়ান। অন্যদিকে মেয়েদের ক্রিকেটে মাসসেরা নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর। মাস সেরা হতে রিজওয়ান পেছনে ফেলেছেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। দুজনেই গত মাসে আলো ছড়িয়েছেন। তবে রিজওয়ান ছিলেন তাদের চেয়েও উজ্জ্বল। বিশেষ করে টি-টোয়েন্টিতে। গত মাসে ১০ ম্যাচ খেলে ৭টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬৩.২০ গড়ে ৩১৬ রান নিয়ে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ান। মেয়েদের ক্রিকেটে হারমনপ্রীত কৌর আছেন দুর্দান্ত ফর্মে। সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। আর তাতেই স্বদেশী সতীর্থ স্মৃতি মান্দানা ও বাংলাদেশের নিগার সুলতানাকে পেছনে ফেলে মাস সেরা নির্বাচিত হয়েছেন তিনি। ওই সিরিজে ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারত। ১৯৯৯ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে যা ভারতের প্রথম সিরিজ জয়। ২২১ গড়ে ২২১ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। প্রথম দুই ম্যাচে ফিনিশারের ভূমিকাতেও দেখা গেছে তাকে। সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৭৪ রান করে ভারতকে ২২৮ রানের লক্ষ্য তাড়ায় জয় এনে দেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে করেন মাত্র ১১১ বলে অপরাজিত ১৪৩ রান ।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাই ফুটবলে ইয়েমেনের কাছে হেরেছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধশ্রীলংকার কাছেও হেরে গেল বাংলাদেশের মেয়েরা