ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বল হাতে দারুণ পারফরম্যান্সে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ভারুন চক্রবর্তি। জানুয়ারির সেরার লড়াইয়ে ভারতীয় স্পিনারের সঙ্গী আরও দুই স্পিনার– পাকিস্তানের নোমান আলি ও ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যান। গত মাসের সেরার লড়াইয়ে মনোনীত পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, ওয়েস্ট ইন্ডিজের কারিশ্মা রামহারাক ও ভারতের গঙ্গাদি তৃষ্ণা।