আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে আছেন অশ্বিন, হেড, খাজা, রুট

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

এবার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকা প্রকাশ করলো আইসিসি। ২০২৩ সালের বর্ষসেরা (পুরুষ) টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও উসমান খাজা এবং ইংল্যান্ডের জো রুট। ২০১৬ সালে আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন রবি চন্দ্রন অশ্বিন। জো রুট জিতেছিলেন ২০২১ সালে। দুজনই দ্বিতীয়বার বর্ষসেরা হওয়ার দৌড়ে রয়েছে এবারে। উসমান খাজা আগেরবারও বর্ষসেরার মনোনয়নে ছিলেন। তবে জিততে পারেননি পুরষ্কারটি। ২০২৩ সালে টেস্টে দারুণ সময় কেটেছে অশ্বিনের। ৭ টেস্টে ৪১ উইকেট শিকার করেছেন এই ভারতীয় অফস্পিনার। তিনি টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে আছেন এক নম্বরে।

ট্রাভিস হেড গত বছরে ১২ টেস্ট খেলে করেছেন ৯১৯ রান। অসি এই ওপেনার জিতেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এবং অ্যাশেজ। তার স্বদেশি উসমান খাজা ১৩ টেস্টে করেছেন ১২১০ রান। তিনি টানা দ্বিতীয় বছর বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন পেয়েছেন। ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ জো রুটেরও বছরটা ভালো কেটেছে। এই টপ অর্ডার ব্যাটার ৮ টেস্টে করেছেন ৭৮৭ রান। একই সাথে বল হাতে নিয়েছেন ৮টি উইকেটও। মনোনয়নের জন্য চারজনকে নিশ্চিত করা হয়েছে। এখন দেখার বিষয় কার হাতে উঠে মর্যাদাকর এই পুরষ্কার।

পূর্ববর্তী নিবন্ধএমেচার ক্রিকেটের সেমিফাইনালে হোয়াইট ফেলকন এবং গোল্ডেন গ্লাবস
পরবর্তী নিবন্ধহারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন ফিরে পেয়েছেন ওয়ার্নার