২০২৩ সাল ছিল বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য অন্যতম সফলতার বছর। এই বছরে দুর্দান্ত কিছু মাইলফলক স্পর্শ করেছে নারী দল। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জয়ের ইতিহাস গড়েছিল নিগার সুলাতানারা। এরপর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগ্রিসরা। বছরের সর্বশেষ সিরিজ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি–টোয়েন্টিতে জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে গেল বছরটি বাঁহাতি অর্থোডঙ স্পিনার নাহিদা আক্তারের জন্যও স্মরণীয়। ওই বছরের ডিসেম্বরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরার পুরস্কার জিতেছেন নাহিদা। এবার নাহিদার নাম উঠে এসেছে আইসিসির বর্ষসেরা ক্রিকেট একাদশেও। গেল বছরে ওয়ানডে ক্রিকেটে ২০ উইকেট শিকার করেছেন নাহিদা। যা ওই বছরের ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ৭ উইকেট শিকার করেছেন তিনি।