আইসিসির নভেম্বর সেরার লড়াইয়ে বাংলাদেশের তাইজুল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। তাতে করে দারুণ এক প্রাপ্তির সম্ভাবনা জেগেছে তাইজুলের। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার জায়গা করে নিয়েছেন আইসিসির মাস সেরার লড়াইয়ে। নভেম্বরের সেরা হওয়ার দৌড়ে তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ। আইসিসির ওয়েবসাইটে গতকাল শুক্রবার নারী ক্রিকেটের সেরা বাছাইয়ে মনোনীত তিন জনের নামও প্রকাশ করা হয়েছে। তারা হলেনভারতের ব্যাটার শেফালি ভার্মা, থাইল্যান্ডের বাঁহাতি স্পিনার পুথাঅং ও সংযুক্ত আরব আমিরাতের অলরাউন্ডার এশা ওজা। ঘরের মাঠে দারুণ ধারাবাহিক তাইজুল আয়ারল্যান্ড সিরিজেও ছিলেন উজ্জ্বল। দুই ম্যাচে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে তিনি ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। মিরপুরে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। এই ম্যাচেই টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশ সিরিজ জিতে নেয় ২০ ব্যবধানে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধনারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মতৎপরতা কার্যক্রম উদ্বোধন