আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি

স্পোর্টস ডেস্ক

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

বিভিন্ন দেশের খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশের স্পিনার নিশিতা আক্তার নিশিকে নিয়ে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের উদীয়মান খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি নারী অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন নিশি। ২০২৩ সালের নভেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৫ বছর বয়সে ওয়ানডে অভিষেক হয় নিশির। এখন পর্যন্ত দেশের হয়ে ২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। আসন্ন বিশ্বকাপে অভিষেক হবে নিশির। আইসিসি জানিয়েছে, ‘বল অনেক বেশি টার্ন করতে পারেন অফস্পিনার নিশি। অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জাহজারা ক্ল্যাক্সটনকে দারুণ এক ডেলিভারিতে আউট করেছিলেন তিনি।’ আইসিসির প্রকাশিত উদীয়মান খেলোয়াড়দের তালিকায় আরও আছেনজর্জিয়া ভল (অস্ট্রেলিয়া), অ্যালিস ক্যাপসি (ইংল্যান্ড), ফ্লোরা ডেভনশায়ার (নিউজিল্যান্ড), ইমান ফাতিমা (পাকিস্তান), দিউমি বিহাঙ্গা (শ্রীলংকা), অ্যানেরি ডারকসেন (দক্ষিণ আফ্রিকা) এবং ক্রান্তি গৌড় (ভারত)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উৎসব উপলক্ষ্যে সিজেকেএস বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধকেকেআরসি এবং এনএইচটি স্পোর্টস সেমিফাইনালে