আইসিসি র‌্যাঙ্কিংয়ে শারমিনের উন্নতি ২২ ধাপ, দিলারার ৩৩

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

উইমেন’স টিটোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন শারমিন আক্তার। এই সংস্করণের ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন তিনি। লম্বা লাফে প্রথমবারের মতো একশ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার। নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। গত শনিবার আইরিশদের ৯ রানে হারানোর পথে ১ ছক্কা ও ৫টি চারে ৫২ রান করেন শারমিন। এই পারফরম্যান্সে টিটোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে আছেন তিনি। তার আগের ক্যারিয়ার সেরা অবস্থান ছিল ৫৬তম। গত এক সপ্তাহে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান করার পর আয়ারল্যান্ড ম্যাচে ৩৫ রান করেন দিলারা। এতে ৩৩ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৭০তম স্থানে আছেন এই ওপেনার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে অধিনায়ক নিগার সুলতানা। চার ধাপ নেমে এখন ২২তম স্থানে আছেন তিনি। সবশেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করা সোবহানা মোস্তারির অগ্রগতি ১১ ধাপ, অবস্থান যৌথভাবে ৫২তম। এছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে আছেন স্বর্ণা আক্তার। টিটোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিং সবার উপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। আর বোলারদের তালিকায় শীর্ষে তার সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে আলকারাস
পরবর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের দুটি খেলা আজ শুরু