ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে গেছে দল, তবে ব্যাট হাতে নিজের কাজটি করেছেন স্মৃতি মান্ধানা। তার পঞ্চাশ ছোঁয়া ইনিংসের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে ফিরেছেন ভারতের তারকা ওপেনার। যথারীতি মঙ্গলবার প্রকাশিত নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডে ব্যাটারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন মান্ধানা। ইংল্যান্ডের ন্যাট সিভার–ব্রান্টকে টপকে সিংহাসন পুনরুদ্ধার করেছেন তিনি। দুইজনের রেটিং পয়েন্টের ব্যবধান অবশ্য খুব বেশি নয়, কেবল ৪। দুইয়ে নেমে যাওয়া সিভার–ব্রান্টের রেটিং পয়েন্ট ৭৩১, মান্ধানার ৭৩৫। ক্যারিয়ারে এনিয়ে চতুর্থবার ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চূড়ায় উঠলেন মান্ধানা। বাঁহাতি স্টাইলিশ ব্যাটার প্রথমবার এই কীর্তি গড়েন ২০১৯ সালের জানুয়ারিতে। আর সবশেষ শীর্ষে ছিলেন তিনি গত জুলাইয়ে। নিউ চন্ডিগাড়ে গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৩ বলে ৫৮ রান করেন মান্ধানা। তার ইনিংসটি গড়া ছিল দুটি ছক্কা ও ৬টি চারে। এই পারফরম্যান্সে ৭ রেটিং পয়েন্ট যোগ হয় তার নামের পাশে। ফিফটি ছোঁয়া ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে যথাক্রমে চার ও পাঁচ ধাপ করে এগিয়েছেন মান্ধানার দুই সতীর্থ সতীর্থ প্রাতিকা রাওয়াল (৪২তম) ও হার্লিন দেওল (৪৩তম)। ওয়ানডে বোলারদের মধ্যে আগের মতোই এক নম্বরে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। পরের চারটি স্থানই অস্ট্রেলিয়ানদের। দুই ও তিনে অ্যাশলি গার্ডনার ও মেগান শুট। এক ধাপ করে এগিয়ে চার ও পাঁচ নম্বরে কিম গার্থ ও অ্যালানা কিং। অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষে গার্ডনার।












