আইসিসি টিভিতে দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

| মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশআয়ারল্যান্ড সিরিজের সমপ্রচার স্বত্ব নিয়ে জটিলতার অবসান হয়েছে। পুরো সিরিজ দেখা যাবে আইসিসি টিভিতে। আর এর মাধ্যমে বাংলাদেশের সমর্থকদের জন্য স্বস্তির খবর দিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই টিভির সাইটে দেওয়া সূচিতে বাংলাদেশআয়ারল্যান্ড সিরিজের তিনটি ম্যাচ রাখা। বাংলাদেশের সিরিজটি বিনামূল্যে দেখা যাবে বলে জানানো হয়েছে। আইসিসি টিভিতে খেলা দেখতে হলে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়। তবে বাংলাদেশআয়ারল্যান্ড সিরিজ দেখতে হলে একটি ফ্যান একাউন্ট খুলতে হবে। এরপর সুনির্দিষ্ট তথ্য দিয়ে বিনামূল্যে একাউন্ট করা যাবে। আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু হবে বাংলাদেশআয়ারল্যান্ড সিরিজ। সিরিজটি স্থানীয়ভাবে সমপ্রচার করবে প্রিমিয়ার স্পোর্টস। প্রথম দুই ওয়ানডে সমপ্রচার করবে প্রিমিয়ার স্পোর্টস১ এবং তৃতীয়টি দেখাবে প্রিমিয়ার স্পোর্টস২। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এমনটাই জানিয়েছে। তবে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না বাংলাদেশআয়ারল্যান্ড সিরিজের কোনো ম্যাচ। কোনো ইউটিউব চ্যানেল কিংবা ওটিটি প্লাটফর্মেও দেখার ব্যবস্থা রাখা হয়নি। ফলে বাংলাদেশের সমর্থকদের জন্য আইসিসি টিভিই ভরসা।

পূর্ববর্তী নিবন্ধপেরুতে স্বর্ণের খনিতে আগুন, নিহত ২৭
পরবর্তী নিবন্ধবিজয় কাপ হকি টুর্নামেন্টে চিটাগাং এলিফ্যান্ট চ্যাম্পিয়ন