দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) চট্টগ্রাম অফিসের কনফারেন্স হলে দুই দিন ব্যাপী ‘প্রেক্টিকেল এপ্লিকেশন অব ভ্যাট এন্ড এসডি এ্যাক্ট-২০১২’ শীর্ষক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। গত শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত কর্মশালার শুরুতে স্বাগত ভাষন দেন কর্মশালার উদ্যোক্তা আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির (সিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ শাহিদের এফসিএ, এফসিএমএ। এসময় তিনি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন এবং যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে দেশের কল্যাণে কাজ করার জন্য প্রশিক্ষণার্থী সবাইকে আহ্বান করেন। কর্মশালায় শুক্রবার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কাস্টমস, এঙাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমীর এডিশনাল ডাইরেক্টর কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন এফসিএমএ, এবং শনিবারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ আকবর হোসাইন । এদিকে শুক্রবার সেশন চেয়ারম্যান ছিলেন সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ এবং শনিবার ছিলেন প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. আনোয়ারুজ্জামান এফসিএ, এফসিএমএ।
প্রশিক্ষণ কর্মশালায় দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ ভ্যাট অফিসিয়াল, ভ্যাট কর্মকাণ্ডের সাথে জড়িত দেশের আইনজীবীসহ প্রায় শতাদিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং কর্মক্ষেত্রে ভ্যাট সংক্রান্ত যাবতীয় সমস্যা এবং বাংলাদেশ সরকারের ভ্যাট কার্যক্রম সফল বাস্তবায়ন করে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারাকে সচল রাখার ব্যপারে বিস্তারিত আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।