নগরীর আইস ফ্যাক্টরি রোডে শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটে হামলা ও দখল করার চেষ্টার অভিযোগে থানায় জিডি হয়েছে। গতকাল শনিবার কোতোয়ালী থানায় মতিউর রহমান নামের একজন এ জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২০১৮ সালের ১ জুলাই খালি ভূমি বরাদ্দ নেয় আইস ফ্যাক্টরি রোড ব্যবসায়ী সমবায় সমিতি ও চুনার গুদাম ট্রাক মালিক ব্যবসায়ী সমিতি লিমিটেড। পরবর্তীতে নিজেদের উদ্যোগে টিন শেড দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছে দুই সমিতি। কিন্তু কিছু দিন থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা বাস্তুহারা নাম দিয়ে হুমকি ধমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেল ৪টায় তাদের নেতৃত্বে ৫০–৬০ জন লোক মার্কেটে প্রবেশ করে হামলা ও দখলের চেষ্টা চালায়। এসময় তারা সমিতির সভাপতি, সম্পাদককে খুঁজতে থাকে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, এ ধরনের একটি জিডি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।