নগরীর বন্দর থানাধীন নিমতলা খালপাড় এলাকায় আইসক্রিম তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিএসটিআই। এসময় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর রং মিশ্রিত ১২ হাজার পিস আইসক্রিম জব্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
তিনি বলেন, সাধারণত এসকল আইসক্রিম স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা খেয়ে থাকে। এরপরেও এরা ক্ষতিকর রং এসকল আইসক্রিম তৈরি করছিল। এছাড়া দূষিত পানি এবং মানহীন বিভিন্ন পদার্থ এবং রং দিয়ে আইসক্রিমগুলোর গায়ে কোনো উৎপাদনের তারিখ বা মেয়াদোত্তীর্ণের তারিখ কিছুই ছিল না।
তিনি আরও বলেন, এসব অপরাধে অভিযুক্ত ওমর ফারুককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৫০০ কার্টন (১২ হাজার পিস) মানহীন আইসক্রিম জনসমক্ষে ধ্বংস করা হয়। আমাদের ভেজালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।