পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নগরীর প্রবর্তক মোড়ে স্থাপিত চট্টগ্রামের কিংবদন্তি ব্যান্ড সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর ‘রূপালী গিটার’র ভাস্কর্যের হতশ্রী অবস্থা দেখে ব্যথিত হন। গত ২ ডিসেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে ঘোষণা দেন, তিনি ৮ ডিসেম্বর রূপালী গিটার ও এর আশপাশ পরিষ্কার করবেন। সেই কথা মতে, গতকাল ভোরে প্রবর্তক মোড়ে রূপালী গিটারের কাছে সদলবলে হাজির হন মোহাম্মদ মহসিন। বেলা বাড়তেই একে একে আসতে থাকেন আইয়ুব বাচ্চুর ভক্তরা। তারা যোগ দেন মোহাম্মদ মহসিনের কর্মযজ্ঞে। কেউ কেউ পানি ও পরিচ্ছন্নতার অন্যান্য সরঞ্জামও নিয়ে আসেন। এরপর শুরু হয় টানা পরিচ্ছন্নতা কার্যক্রম। এই কাজে অংশ নেওয়াদের মধ্যে ছিলেন শিল্পী, শিল্পপতি, পেশাজীবী থেকে শুরু করে সমাজের প্রত্যেক স্তরের মানুষ। কনকনে শীত উপেক্ষা করে রূপালী গিটার ও চত্বর পরিষ্কার করতে মোহাম্মদ মহসিনের সাথে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন আসওয়াদ ব্যান্ডের শিল্পী ওয়াসিম আজমি, তাহিম হাসান, ইফতেখার মুন্না, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার হিল্লোল রায়, এস এম শাহ্জাহান, আবুল কালাম আজাদ, রাজিব নন্দী, সংকলন বড়ুয়া, রুবেল রায়, তাজ উদ্দিন, দুলাল কান্তি চোধুরী, ছোটন চৌধুরী, চট্টগ্রাম ব্যান্ড এসোসিয়েশনের সময় বড়ুয়া, রায়হানুল হাসান, মাসুদুল হক, সাইফ, সংগীত শিল্পী ফরিদ বঙ্গবাসী, হামিম হাসান, তাহিন হাসান, মান্নান সোহেল, চাটগাঁইয়া নওজোয়ানের সভাপতি জামাল আহমেদসহ অনেকে।
মোহাম্মদ মহসিন বলেন, আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা বিভাগের লোকজন এসে কাজ করেছেন। এটা খুবই ইতিবাচক মনে হয়েছে আমার কাছে। চট্টগ্রামে এ ধরনের অনেক স্থাপনা আছে। সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে না থেকে আমাদের উচিত নিজ উদ্যোগে সেগুলো পরিষ্কার ও সংরক্ষণের জন্য কাজ করা। রূপালী গিটারকে সবসময় পরিচ্ছন্ন ও ভবঘুরে মুক্ত রাখতে হবে। তাহলে গুণী শিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। এটি আমাদের কাছে কেবল একটি গিটারই নয়, যেন স্বয়ং আইয়ুব বাচ্চু এখানে দাঁড়িয়ে আছেন।
জানা গেছে, ইস্পাত ও লোহা দিয়ে নির্মিত রূপালী গিটারটির উচ্চতা ১৮ ফুট। প্রস্থ সাড়ে চার ফুট। ২০১৯ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৫ ফুট উঁচু বেদির ওপর এটি স্থাপন করা হয়। পরের বছর প্রবর্তক মোড়ের সড়ক সমপ্রসারণ ও উচ্চতা বাড়াতে গিয়ে বেদির প্রায় তিনফুট জায়গা তলিয়ে যায়।












