আইপিএলের শুরুতে অনিশ্চিত বুমরাহ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি জাসপ্রিত বুমরাহ। আইপিএলের শুরুর দিকে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই প্রথম কয়েকটি ম্যাচে অভিজ্ঞ এই পেসারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সকে। আগামী ২২ মার্চ পর্দা উঠবে এবারের আইপিএলের। আশা করা হচ্ছে, বিসিসিআই মেডিকেল দলের সবুজ সংকেত পেলে পরের মাসের শুরুতে মুম্বাই দলের সঙ্গে যোগ দিতে পারবেন বুমরাহ। মার্চে তিনটি ম্যাচ রয়েছে মুম্বাইয়ের। তবে এটা এখনও নিশ্চিত নয়, আইপিএলের কয়টি ম্যাচে খেলতে পারবেন না তারকা এই পেসার। বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এঙিলেন্সে পুনর্বাসনে থাকা বুমরাহর মাঠে ফেরার নির্দিষ্ট দিনক্ষণও জানানো হয়নি এখনও। গত জানুয়ারি থেকে মাঠের বাইরে আছেন বুমরাহ। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পিঠের চোটের কারণে মাঠ ছেড়ে যাওয়ার পর আর কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার আশায় টুর্নামেন্টের প্রাথমিক দলে তাকে রেখেছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত তাদের চাওয়া পূরণ হয়নি। ফিটনেস নিয়ে সংশয়ের কারণে বুমরাহকে বাদ দেওয়া হয় মূল দল থেকে। তাকে ছাড়াই অবশ্য প্রতিযোগিতাটির রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তোলে ভারতীয়রা।

২০২৩ সালের মার্চ মাসে বুমরাহর পিঠে অস্ত্রোপচার হয়েছিল। তারপর এই প্রথম পিঠে আঘাত পেয়েছেন তিনি। গত কয়েক বছর ধরে মুম্বাইয়ের বোলিং কোচ হিসেবে কাজ করা নিউ জিল্যান্ড ফাস্ট বোলিং গ্রেট শেন বন্ড সমপ্রতি পরামর্শ দিয়েছেন, বুমরাহকে নিয়ে তাড়াহুড়া না করতে।

পূর্ববর্তী নিবন্ধবদলি নেমে মায়ামিকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলেন মেসি
পরবর্তী নিবন্ধআফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ