আইপিএলে সাকিবের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

২০২৩ আইপিএল নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় আছেন বাংলাদেশের ৬ জন খেলোয়াড়। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টিটোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে গতবারের চেয়ে তার ভিত্তিমূল্য কমেছে। এবার সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এই তালিকায় মোট ২১ জন স্থান পেয়েছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরিতে তথ্য দেড় কোটি রুপি ভিত্তিমূল্যে নিলাম উঠবেন সাকিব আল হাসান সহ ১০ জন ক্রিকেটার। গত নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু তিনি অবিক্রিত থেকে যান। এবার তার নিলাম শুরু হবে দেড় কোটি ভিত্তিমূল্যে। শোনা যাচ্ছে, এবারের আসরে সাকিবের সঙ্গে তাসকিন আহমেদ, লিটন কুমার দাস ও আফিফ হোসেনের ডাক পড়তে পারে আইপিএলের নিলামে। আর এরইমধ্যে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।

গত ফেব্রুয়ারিতে নিলামে এই বাঁহাতি পেসারকে ২ কোটি রুপির বিনিময়ে দলে ভেড়ায় দিল্লি। আগামী ২৩ ডিসেম্বর ভারতের কোচি শহরে হবে ২০২৩ আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির নিলাম।

পূর্ববর্তী নিবন্ধইন্টার ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের ফলাফল
পরবর্তী নিবন্ধবাংলাদেশি ভক্তদের নিয়ে আর্জেন্টিনা দলের টুইট