আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশ দলের পেস বোলার তাসকিন আহমেদ। আইপিএলে খেলতে হলে বাদ দিতে হতো দেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। বিসিবি থেকে বলার পর পরিস্থিতি বুঝতে পেরেছেন তাসকিন আহমেদ। তাই এই পেসার সাড়া দেননি আইপিএলে খেলার ডাকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, আইপিএলের দল লক্ষ্ণৌ তাসকিনকে চেয়েছিল। সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল। দলের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে। আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে তাসকিন এখন আইপিএলে যাক। জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বরে। এর সাথে কোনো কিছুর তুলনা হয় না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়ে তাকে বলেছি এই সিরিজটা চালিয়ে যেতে। সে এই সিরিজ চালিয়ে যাবে। প্রথমবারের মতো দেশের বাইরের কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ এসেছিল তাসকিনের সামনে। কিন্তু বিসিবি প্রধান নাজমুল হাসান কথা বলার পর দক্ষিণ আফ্রিকাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাসকিন। এই পেসার তাদের জানিয়ে দিয়েছে সে আইপিএল খেলবে না।