আইপিএল স্থগিতে ভারতীয় বোর্ডের ক্ষতি ২৫০০ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত ঘোষণা করেছে। আইপিএলের জৈব সুরক্ষা বলয় ভেদ করে করোনাভাইরাসের হানার কারণেই মাঝপথে এসে টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। চলতি মৌসুমের আইপিএল থেকে যেখানে ৪৪০০ কোটি টাকারও বেশি লাভ হওয়ার কথা ছিল সেখানে টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত হয়ে যাওয়ায় সেই আয় নেমে আসতে পারে অর্ধেকে। আর তাতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রায় ২৫০০ কোটি টাকার লোকসানের শঙ্কা দেখা দিয়েছে। সংবাদমাধ্যম পিটিআই দেশটির ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বরাত দিয়ে বোর্ডের লোকসানের কথা জানিয়েছে। ্তুচলতি মৌসুমের মাঝপথে আইপিএল স্থগিত হওয়ায় আড়াই হাজার কোটি টাকার লোকসান হতে পারে আমাদের। সংখ্যার হিসেবে নির্দিষ্ট করে বলতে গেলে তা দাঁড়ায় ২৫০০ কোটি টাকা। তবে লোকসানের পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভবনা আছে। চলতি মৌসুমে ৫২ দিনে ৬০টি ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল আইপিএলের তবে ২৪ দিনে ২৯টি ম্যাচ শেষে টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় আইপিএল গভর্নিং বডি। এ থেকে সমপ্রচার স্বত্বে সবচেয়ে বেশি লোকসান হবে বলে জানা গেছে। স্টার ইন্ডিয়ার সঙ্গে ৫ বছরে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি রুপির চুক্তি ভারতীয় বোর্ডের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৩.৯৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসন্তান জন্মের সময় খেলোয়াড়দের সবেতন ছুটি দেবে পিসিবি