আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে না হলে হয়তো আইপিএল শুরুর দিন ৩১ মার্চ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে যোগ দিতে পারতেন লিটন দাস। তবে সাকিব–লিটনকে ছাড়পত্র দেয়নি বিসিবি। রাখে টেস্ট দলে। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টটি শেষ হয় গতকাল ৭ এপ্রিল। এর মধ্যে কেকেআরের দুটি ম্যাচ খেলা হয়ে গেছে।
সাকিব আগেভাগেই নিজেকে সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। তাই সবার আগ্রহ এখন লিটনের দিকে। লিটন কবে যোগ দেবেন কেকেআরে তাই নিয়ে আগ্রহ ছিল সবারই। অবশেষে জানা গেছে খবর। আজ রোববার কলকাতায় যাবেন লিটন। রোববার সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে কলকাতার উদ্দেশে রওয়ানা দেবেন বাংলাদেমের এই উইকেটরক্ষক–ব্যাটার। বিসিবির প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান গতকাল নিশ্চিত করেন এই খবর।
        











