আইনজীবী হয়ে পর্দায় আসছেন নিশো

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

কাইজার’ সিরিজ দিয়ে প্রথমবারের ওটিটি প্লাটফর্ম হইচইয়ে নাম লিখিয়েছিলেন আফরান নিশো। প্রথম সিরিজেই নাম ভূমিকায় বাজিমাত করেছিলেন তিনি। আর গেল ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকে সাড়া ফেলেছে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি। সেই আলোচনার মধ্যেই নিশো ভক্তদের জন্য নয়া সুখবর হাজির। ‘সাড়ে ষোল’ নামের হইচইয়ের নতুন একটি ওয়েব সিরিজে হাজির হতে যাচ্ছেন অভিনেতা। খবর বাংলানিউজের। মিস্ট্রিসাসপেন্সথ্রিলার সিরিজটি আগামী ১৭ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। এতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন নিশো, তার চরিত্রের নাম রেজা। যেটি পরিচালনা করেছেন ইয়াসির আল হক। গত রোববার আফরান নিশোর ওয়েব সিরিজটির লুক প্রকাশ করে হইচই কর্তৃপক্ষ। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে হইচই জানায়, নিশোর সাবলীল অভিনয় সিরিজটিকে বিনোদন জগতে একটি সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করতে পারে। ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’র পরিচালক ইয়াসির আল হক বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ। আসলে কোন শব্দই আমার এই উত্তেজনা সঠিকভাবে প্রকাশ করতে পারবে না। ‘সাড়ে ষোল’ সিরিজটি একেবারে আমার কমফোর্ট জোনের বাইরে ছিল এবং এ কারণেই আমি সিরিজটি দিয়ে ওটিটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।

আমি বিশ্বাস করি সিরিজটি আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দর্শকরা ফ্লোর ১৬.এ আটকে যাবেন আর এই ‘সাড়ে ষোল’ ব্যাপারটা সিরিজটির প্রোমোশনাল এলেই দর্শকদের কাছে পরিষ্কার হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধদর্শক সাড়া পেয়ে কৃতজ্ঞ জয়া
পরবর্তী নিবন্ধবিদায় বেলায় ভালোবাসায় ভাসলেন বুলবুল মহলানবীশ