আইনজীবী হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

ইসকনকে নিষিদ্ধের দাবি

| বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৬:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারী : চট্টগ্রাম আদালত পাড়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ করেছে মাদ্রাসার শিক্ষার্থী ও তৌহিদী জনতা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার ডাক বাংলো চত্ত্বরে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। পরে তারা মিছিল সহকারে পৌরসভার বাস স্টেশন চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীরা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দায়িত্বশীল প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ পুনরায় টোকাইলীগ, রিকশালীগ, আনসারলীগ হিসেবে ফিরে আসতে চাচ্ছে। আইনজীবী সাইফুলকে যারা হত্যা করেছে আগামী ২৪ ঘণ্টার ভিতরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। না হলে ছাত্রসমাজ আবারও জেগে উঠবে।

বাঁশখালী : আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় বাঁশখালীতে আইনজীবীদের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে মঙ্গলবার সন্ধ্যায় আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছার চৌধুরী। বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল আলম, অ্যাডভোকেট নাজমুল আলম, অ্যাডভোকেট এএইচএম হেলাল উদ্দিন, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট ওয়াহিদুল, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট মহিউদ্দিন, আইনজীবী সহকারী সমিতির নেতা আহমদুর রহমান, মৌলভী হোসাইন উদ্দীন প্রমুখ।

বান্দরবান : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বান্দরবানে মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদে এশা বান্দরবান পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সড়কে বের হয়ে আসে। পরে মিছিলগুলো জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জজ কোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের সভাপতি আসিফ ইকবাল প্রমুখ। এতে বক্তারা বলেন, আইনজীবী সাইফুলকে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সাম্প্রদায়িক দাঙা সৃষ্টির ষড়যন্ত্রকারী ইসকন জঙ্গীদের নিষিদ্ধ করতে হবে। নয়ত বাংলাদেশের মুসলিম জনতা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

সিপিবির বিবৃতি : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করার আহ্বান জানিয়েছেন তারা।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যার এ ঘটনায় আমরা মর্মাহত, শোকাহত ও বিক্ষুব্ধ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। একইসঙ্গে আমরা সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধৈর্য্য ধারনের অনুরোধ করছি।

পূর্ববর্তী নিবন্ধএকই সামাজিক মর্যাদায় বসবাস করবে জঙ্গল সলিমপুরবাসীও
পরবর্তী নিবন্ধআইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ