আইনজীবী সহকারী সমিতি বিভাগীয় পরিষদের সভা

| মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় পরিষদ শাখার এক সভা বিভাগীয় শাখার আহ্বায়ক আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে গতকাল সোমবার চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে অ্যাডভোকেটস ক্লার্ক এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নুর মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। সভায় সমিতির জন্য নিজস্ব ভবন নির্মাণ বা ফ্ল্যাট খরিদ, বিভাগীয় তহবিল গঠন, সমিতির বর্তমান গঠনতন্ত্র সংশোধন, কর্মরত সকল ক্লার্কদের কেন্দ্রীয় কল্যাণ তহবিলে সদস্যভূক্তি ও সংগঠনকে গতিশীল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মো. শামসুল আলম, মো. মিজানুর রহমান মৃধা, মো. এমদাদ হোসেন, সহসভাপতি রনধীর দাশ, বিমল চন্দ্র নাথ, মো. ফোরকান আহমেদ খোকন, মাখন চন্দ্র ঘোষ, আবু খায়ের খোকন, মো. আবুল কাশেম, মো. জাফর আহমদ, মো. নোয়াব মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির তালুকদার, মো. আব্দুল হালিম, রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম চৌধুরী, আবু তাহের কালন, জাহাঙ্গীর আলম নয়ন, মো. নিজাম উদ্দিন, সুধীর কান্তি মজুমদার, মো. আফছার উদ্দিন, ফরিদ উদ্দিন প্রমুখ। সভায় চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, বিবাড়ীয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা সহ পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী ও মহেশখালী চৌকি আদালত সহ বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বিভাগীয় সচিব মো. জাহাঙ্গীর আলম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শেখ ফরিদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিজরি নববর্ষ উপলক্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধসিআইইউতে ‘অ্যাডভান্সড এক্সেল’ বিষয়ে কর্মশালা