আইনজীবী সমিতির তথ্য কর্মকর্তার বাসায় চুরি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৬:৫৩ পূর্বাহ্ণ

নগরীর কোর্ট হিলের বিপরীত গলি এলাকার আশফি রংগম টাওয়ারের পাশের বিল্ডিং লুতফা আবাসনের ছয় তলার একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসাটি জেলা আইনজীবী সমিতির তথ্য কর্মকর্তা শ্রীরুপ দাশের। গত ২৬ জুন থেকে গতকাল সকাল ১০টার আগে যেকোনো সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

বিষয়টি কোতোয়ালী থানাকে অবহিত করা হয়েছে জানিয়ে শ্রীরুপ দাশ বলেন, থানা পুলিশ এসে দেখে গেছেন। সিসিটিভি ফুটেজ থেকে চোর সনাক্ত করবেন এমনটা জানানো হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে। শ্রীরুপ দাশ জানান, তিনি গত ২৬ জুন রাতে ঈদের ছুটি কাটাতে ভারতের আগরতলা যান এবং গতকাল দেশে ফিরে আসেন। সকাল ১০ টার সময় বাসায় ঢুকে দেখেন, বাসার তালা ঠিক আছে কিন্তু ঘরের ভিতরে মাটির ব্যাংক ভাঙা, বেডরুমের দরজার লক ভাঙা, ভ্যালকনির দরজা খোলা, স্টিলের আলমারি ড্রয়ার ভাঙা, ড্রয়ারে রুপা আর স্বর্ণ ছিল। ঘর তেমন এলোমেলো করেনি। মাটির ব্যাংকে আনুমানিক ৪০ হাজার টাকা ছিল, ১২ ভরি রুপা এবং এক ভরি স্বর্ণ ছিল। গত ৬ দিন বাসায় কেউ ছিল না বলেও জানান শ্রীরুপ দাশ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে চোলাই মদসহ ৪ নারী আটক