আইনজীবী আলিফের খুনীদের স্থান আদালত পাড়ায় হবে না

আইনজীবীদের দায়িত্বশীল বৈঠকে শাহজাহান চৌধুরী

| মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনীদের স্থান চট্টগ্রাম আদালত পাড়ায় হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর শাহজাহান চৌধুরী। গত ১৯ জানুয়ারি রাতে দেওয়ানবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর বিআইএ কার্যালয়ে আইনজীবীদের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আব্দুল মালিকের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, অ্যাড. আব্দুল মোতালেব, অ্যাড. শামসুল আলম, অ্যাড. আরিফুর রহমান, অ্যাড. কবির হোসাইন, অ্যাড. মোস্তফা গালিব, অ্যাড. শাহাদাত হোসেন, অ্যাড. জসিম সরকার, অ্যাড. ফরিদ আহমদ, অ্যাড. মোজাফফর আহমদ, অ্যাড. ফজলুল বারি, অ্যাড. সাইফুদ্দিন মানিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী আরও বলেন, সাহস, সততা এবং ন্যায়বিচারের আদর্শের প্রতি অঙ্গীকার নিয়ে আইনজীবীদের দায়িত্ব পালন করতে হবে। ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে হবে। আদালত প্রাঙ্গণে তাদের পুনর্বাসন করতে দেয়া হবে না।

মহানগরী জামায়াতের প্রীতি সমাবেশ : মহানগরী জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় মিলনায়তনে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সাথীকর্মীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক হুইপ ও মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী। মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, হামেদ হাসান ইলাহী, চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, ছাত্রশিবির নেতা বাহাউদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার মত স্বৈরাচার সরকার যেন আসতে না পারে : মীর হেলাল
পরবর্তী নিবন্ধরাউজানকে সন্ত্রাসমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে