সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবচেয়ে বেশি দরকার মানসিকতার পরিবর্তন। পরিবহন মালিক, চালক, যাত্রী, পথচারীরা যদি আইন মেনে চলার সংস্কৃতি অনুশীলন করেন এবং সড়কে শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিতরা যদি যথাযথ দায়িত্ব পালন করেন তাহলে সড়ক অবশ্যই নিরাপদ হবে। নিরাপদ সড়ক চাই’র ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত গাড়ি চালক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে কর্ণফুলী থানাধীন ইছানগর ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি চত্বরে নিরাপদ সড়ক চাই নগর কমিটির সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড’র পরিচালক লায়ন হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত গাড়ি চালক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই নগর সাধারণ সম্পাদক শফিক আহমেদ সজীব।
নগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নিসচা’র নগর সহ-সভাপতি হাজী মো. সাহাবুদ্দিন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার (কারখানা) মো. গোলাম মোস্তফা, লায়ন মো. ইব্রাহিম। ধন্যবাদ বক্তব্য রাখেন নগর দপ্তর সম্পাদক মোরশেদুর রহমান নয়ন। প্রেস বিজ্ঞপ্তি।