আইন বহির্ভূত শ্রমিক ছাটাই বন্ধের দাবি

বিএসবিআরএর সঙ্গে জাহাজ ভাঙা শ্রমিক ইউনিয়ন ফোরামের সাক্ষাৎ

| রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম নেতৃবৃন্দ গতকাল শনিবার সকাল ১০টায় বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) নেতৃবৃন্দের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হয়েছেন। জাহাজ শিল্প সেক্টরে শোভন কাজ বাস্তবায়ন এবং কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএসবিআর’র সভাপতি আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম। মালিক প্রতিনিধিদের মধ্যে ছিলেন মোহাম্মদ আবুল কাসেম, কামাল উদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম, আরেফিন চৌধুরি, নাঈম শাহ। জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের পক্ষে ছিলেন ফোরামের আহ্বায়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চটগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফর আলি, জাতীয় শ্রমিক দল-চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এম নাজিম উদ্দীন এবং বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ইপসার কর্মকর্তা মোহাম্মদ আলি শাহিন।
সভায় ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্‌বায়ক তপন দত্ত জাহাজ ভাঙ্গা শিল্প সেক্টরের সার্বিক কর্ম পরিবেশ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রমিকদের পরিচয়পত্র, নিয়োগপত্র প্রদান, শ্রম আইন অনুযায়ী সবেতন ছুটি প্রদান, গ্রুপ বিমা বাস্তবায়ন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকদের কর্মে নিয়োগের দাবি জানান। শ্রমিকনেতা শফর আলি প্রতি তিনমাস অন্তর নিয়মিত মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে দ্বিপাক্ষিক সভা করার আহ্বান জানান। শ্রমিকনেতা এ এম নাজিম উদ্দিন কথায় কথায় শ্রমিক ছাঁটাই না করার দাবি জানান।
সভায় শ্রমিক প্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে মালিক পক্ষ থেকে বলা হয়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উৎসব বোনাস প্রদানের জন্য দ্রুত সকল ইয়ার্ড মালিকের নিকট নোটিশ প্রদান করা হবে। গ্রুপ বিমা চালু করার জন্য যদি কোনো বীমা কোম্পানী আগ্রহী হয় তাহলে দ্রুত সময়ে আহত ও নিহত শ্রমিকদের জন্য গ্রুপ বীমার ব্যবস্থা করা হবে। আইন বহির্ভূত কোনো শ্রমিক ছাঁটাই করা হবে না এবং শ্রমিকদের জীবন মান উন্নয়ন ও সেক্টরের সার্বিক কর্ম পরিবেশ উন্নয়নে মালিক পক্ষ বদ্ধপরিকর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে অনাকাঙ্ক্ষিত টেক্সটের কম্পিউটেশনাল অ্যানালাইসিস শীর্ষক কর্মশালা
পরবর্তী নিবন্ধরপ্তানিমুখী খাত ও বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লকডাউনের আওতামুক্ত রাখুন