‘আইন পেশা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি গুরু দায়িত্ব’

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল অ্যালামনাই এসোসিয়েশনের নব নির্বাচিত ৪র্থ কার্যনির্বাহী কমিটির অভিষেক উপলক্ষে ‘আইন পেশায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব’ শীর্ষক সেমিনার ও আইনজীবী সংবর্ধনা ও মিলনমেলা ২০ ডিসেম্বর চট্টগ্রাম ক্লাবের ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সাজ্জাদ শরীফের সভাপত্বিতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হাসান ছিদ্দিকী। যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হিমু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফ উজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, রেজিস্ট্রার এ,এফ, এম মোদাচ্ছের আলী, আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক ও আইন বিভাগের বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ। এতে আরও উপস্থিত ছিলেন মো: রাইসুল কবির, অ্যাডভোকেট মো: জাবেদ খান নিলয়, মো: আলমগীর, মো: আরাফাতুল ইসলাম (আরাফাত), শামীমা সুলতানা, নুসরাত জাহান পাপিয়া, এম সিফাত উল্ল্যাহ (সিফাত), হারুর অর রশিদ সোহেল, মো: আবু তালেব, মোহাম্মদ আনিসুল হক মুন্না, মো: দিনার বিন মাহবুব, আশিকুল ইসলাম সৌরভ, মোহাম্মদ জাহেদ উদ্দিন, জয়নাল আবেদীন প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, আইন পেশা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এটি মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত একটি গুরু দায়িত্ব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ৩০ লাখ টাকার সিগারেট জব্দ
পরবর্তী নিবন্ধধানের শীষের বিজয়ে ঐক্য জরুরি : আসলাম চৌধুরী